Pages

Showing posts with label Micro Economics. Show all posts
Showing posts with label Micro Economics. Show all posts

Monday, February 29, 2016

ব্যষ্টিক অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর

১. অর্থনীতির জনক কে?
উত্তরঃ এডাম স্মিথ।
২. আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ লর্ড কেইল
 ৩. অর্থনীতির সংজ্ঞা দাও।
উত্তরঃ অর্থনীতি এমন একটি পরিবর্তনশীল সমাজ বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহার যোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যবলি পর্যালোচনা করে।
৪. ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও?
উত্তরঃ অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
৫. উৎপাদন সম্ভাবনা রেখা কি?
উত্তরঃ উৎপাদন সম্ভবনা রেখা হল এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ চলিত প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এই রেখাটি PPCরেখা নামে বেশ পরিচিত।
৬. প্রথম বাঙালি নবেল বিজয়ীর নাম কি?
উত্তরঃ অধ্যাপক অমর্ত্য সেন।
৭. উপযোগ বলতে কি বুঝ?
উত্তরঃ কোন দ্রব্যের দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলে।
৮. চাহিদা কি?
উত্তরঃ কোন ক্রেতার নিকট একটি নির্দিষ্ট  দ্রব্য ক্রয় করার আকাঙ্ক্ষা ও সমর্থ থাকলে এবং ঐ নিদিষ্ট দামে দ্রব্য ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থবিদ্যায় চাহিদা বলা হয়।
৯. চাহিদা বিধি কি?
উত্তরঃ " দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে " এটাই চাহিদা বিধি।
১০. চাহিদা রেখা কি?
উত্তরঃ চাহিদা রেখা হল চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ। যে রেখা দ্বারা বিভিন্ন মূল্য একটি দ্রব্যের চাহিদার পরিমাণ নির্দেশ করা হয় তাকে চাহিদা রেখা বলে।
১১. চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন?
উত্তরঃ চাহিদা বিধির প্রভাবে।
১২. চা ও কফি কোন ধরনের দ্রব্য?
উত্তরঃ পরিপূরক দ্রব্য।
১৩. যোগান কি?
উত্তরঃ কোন বিক্রেতা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে যে পরিমাণে পন্য বিক্রের ইচ্ছা করে বা প্রস্তুত করে তাকে অর্থনীতিতে যোগান বলে।
১৪. যোগান রেখা কি?
উত্তরঃ যে রেখা দ্বারা বিভিন্ন মূল্য একটি দ্রব্যের যোগানের পরিমাণ নির্দেশ করা হয় তাকে যোগান রেখা বলে।
১৫. যোগান রেখা কেন ডান দিকে উর্ধ্বগামি হয়?
উত্তরঃ বাম থেকে ডান দিকে উধ্বগামী যোগান রেখা দ্বারা কেবল মাত্র যোগানবিধি প্রকাশ করা সম্ভব, তাই একটি যোগান রেখা বাম থেকে ডানদিকে উর্ধ্বগামি হয়।
১৬. ভারসাম্য কি?
উত্তরঃ ভারসাম্যের সাধারণ অর্থ সমানভাবে স্থির থাকা তাই অর্থনীতিতে ভারসাম্য বলতে বুঝায যেখানে দুই বা ততোধিক পরস্পরবিরধী শক্তি মিলিত হয় এবং কোন শক্তিরই এ অবস্থান থেকে বিচ্যুত হওয়ার প্রবণতা থাকে না।
১৭.দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা কি?
উত্তরঃ মানুষের জীবনে অভাব অসীম হলেও অভাব পূরণের সম্পদ খুবই সীমিত। সীমিত সম্পদের বিষয়টি বুঝানোর জন্যই মুলত অর্থনীতিতে দুষ্প্রাপ্যতার ধারনাটির উদ্ভব হয়েছে।!