Pages

Monday, February 29, 2016

ব্যষ্টিক অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর

১. অর্থনীতির জনক কে?
উত্তরঃ এডাম স্মিথ।
২. আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ লর্ড কেইল
 ৩. অর্থনীতির সংজ্ঞা দাও।
উত্তরঃ অর্থনীতি এমন একটি পরিবর্তনশীল সমাজ বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহার যোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যবলি পর্যালোচনা করে।
৪. ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও?
উত্তরঃ অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
৫. উৎপাদন সম্ভাবনা রেখা কি?
উত্তরঃ উৎপাদন সম্ভবনা রেখা হল এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ চলিত প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এই রেখাটি PPCরেখা নামে বেশ পরিচিত।
৬. প্রথম বাঙালি নবেল বিজয়ীর নাম কি?
উত্তরঃ অধ্যাপক অমর্ত্য সেন।
৭. উপযোগ বলতে কি বুঝ?
উত্তরঃ কোন দ্রব্যের দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলে।
৮. চাহিদা কি?
উত্তরঃ কোন ক্রেতার নিকট একটি নির্দিষ্ট  দ্রব্য ক্রয় করার আকাঙ্ক্ষা ও সমর্থ থাকলে এবং ঐ নিদিষ্ট দামে দ্রব্য ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থবিদ্যায় চাহিদা বলা হয়।
৯. চাহিদা বিধি কি?
উত্তরঃ " দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে " এটাই চাহিদা বিধি।
১০. চাহিদা রেখা কি?
উত্তরঃ চাহিদা রেখা হল চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ। যে রেখা দ্বারা বিভিন্ন মূল্য একটি দ্রব্যের চাহিদার পরিমাণ নির্দেশ করা হয় তাকে চাহিদা রেখা বলে।
১১. চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন?
উত্তরঃ চাহিদা বিধির প্রভাবে।
১২. চা ও কফি কোন ধরনের দ্রব্য?
উত্তরঃ পরিপূরক দ্রব্য।
১৩. যোগান কি?
উত্তরঃ কোন বিক্রেতা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে যে পরিমাণে পন্য বিক্রের ইচ্ছা করে বা প্রস্তুত করে তাকে অর্থনীতিতে যোগান বলে।
১৪. যোগান রেখা কি?
উত্তরঃ যে রেখা দ্বারা বিভিন্ন মূল্য একটি দ্রব্যের যোগানের পরিমাণ নির্দেশ করা হয় তাকে যোগান রেখা বলে।
১৫. যোগান রেখা কেন ডান দিকে উর্ধ্বগামি হয়?
উত্তরঃ বাম থেকে ডান দিকে উধ্বগামী যোগান রেখা দ্বারা কেবল মাত্র যোগানবিধি প্রকাশ করা সম্ভব, তাই একটি যোগান রেখা বাম থেকে ডানদিকে উর্ধ্বগামি হয়।
১৬. ভারসাম্য কি?
উত্তরঃ ভারসাম্যের সাধারণ অর্থ সমানভাবে স্থির থাকা তাই অর্থনীতিতে ভারসাম্য বলতে বুঝায যেখানে দুই বা ততোধিক পরস্পরবিরধী শক্তি মিলিত হয় এবং কোন শক্তিরই এ অবস্থান থেকে বিচ্যুত হওয়ার প্রবণতা থাকে না।
১৭.দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা কি?
উত্তরঃ মানুষের জীবনে অভাব অসীম হলেও অভাব পূরণের সম্পদ খুবই সীমিত। সীমিত সম্পদের বিষয়টি বুঝানোর জন্যই মুলত অর্থনীতিতে দুষ্প্রাপ্যতার ধারনাটির উদ্ভব হয়েছে।! 

21 comments:


  1. অর্থনৈতিক দ্রব্য কি ?

    ReplyDelete
    Replies
    1. যে বস্তুর অভাব পুরনের ক্ষমতা আছে তাই অর্থনৈতিক দ্রব্য।

      Delete
  2. আপেক্ষক বলতে দুটি দ্রব্যের ক্ষেত্রে যার মধ্যে একটি স্বাধীন চলরাশি অন্যটি পরিবর্তনশীল চলরাশি এদের মধ্যে কার্যকারী সম্পর্ক হোল অপেক্ষক।

    ReplyDelete
    Replies
    1. জোগান রেখা নিম্ন গামি হয় কেন

      Delete
  3. জোগান রেখা নিম্ন গামি হয় কেন

    ReplyDelete
  4. চা আর কফি কখনো পরিপূক দ্রব্য হবে না।
    *বিকল্প দ্রব্য কাকে বলে?
    উত্তর হবেঃ যদি দুই বা ততোধিক দ্রব্যের ক্ষেত্রে একটির পরিবর্তে অন্যটি ব্যবহার করা যায় তবে এদের একটি কে অন্যটির বিকল্প দ্রব্য বলা হয়।বিকল্প দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের পরিবর্তনের সাথে অন্য দ্রব্যের চাহিদার সম্পর্ক সমমুখী হয়,অর্থাৎ একটি দ্রি্যের দাম বাড়লে অন্য দ্রব্যটির চাহিদা বাড়ে।বিপরীত অবস্থায় চাহিদা কমে।
    যেমনঃ ৷ চা-কফি,মুড়ি-খই,গ্রামীণ-রবি সিম।

    *পরিপূরক দ্রব্য কাকে বলে?
    উত্তর হবেঃযদি দুই বা ততোধিক দ্রব্যের ক্ষেত্রে একটির চাহিদা বা ভোগ বাড়লে অন্যটির চাহিদা বা ভোগ বাড়ে তবে এটিকে অন্যটির পরিপূরক দ্রব্য বলা হয়।
    পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের পরিবর্তনের সাথে অন্য দ্রব্যের চাহিদার সম্পর্ক বিপরীতমুখী হয়,অর্থাৎ একটি দ্রব্যের দাম বাড়লে অন্য দ্রব্যের চাহিদা কমে,বিপরীত অবস্থায় চাহিদা বাড়ে।
    যেমনঃ ৷ মোবাইল ও সিম কার্ড,মোটরগাড়ী ও পেট্রোল।

    ReplyDelete
  5. কাঠামোগত ভারসাম্যহীনতা কাকে বলে?

    ReplyDelete
  6. অর্থনীতির অদৃশ্য হাত কি?

    ReplyDelete
    Replies
    1. অর্থ ব্যবস্থায় বাজারে চাহিদা যোগান অপেক্ষা বেশি হলে দাম বৃদ্ধি পাবে এবং চাহিদা যোগান অপেক্ষা কম হলে দাম হ্রাস পাবে । দামের এই উঠা নামা কে Adam Smith (এডাম স্মিথ) অর্থনীতির অদৃশ্য হাত বলে ।

      Delete
  7. যোগান সমীকরণ কি?

    ReplyDelete
  8. অর্থনীতিতে অদৃশ্য হাত বলতে কি বুঝায় ?

    ReplyDelete
    Replies
    1. অর্থ ব্যবস্থায় বাজারে চাহিদা যোগান অপেক্ষা বেশি হলে দাম বৃদ্ধি পাবে এবং চাহিদা যোগান অপেক্ষা কম হলে দাম হ্রাস পাবে । দামের এই উঠা নামা কে Adam Smith (এডাম স্মিথ) অর্থনীতির অদৃশ্য হাত বলে ।

      Delete
  9. গিফেন দ্রব্য কী

    ReplyDelete
    Replies
    1. কোনো দ্রব্যের দাম বৃদ্ধির ফলে চাহিদা যদি শেষ পর্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ কোনো দ্রব্যের জন্য আয় প্রভাব যদি বিরুপভাবে কাজ করে যা তীব্রতার দিক থেকে পরিবর্ত প্রভাবের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে তাহলে ওই দ্রব্যেকে গিফেন দ্রব্য‌(Giffen goods)বলে।

      Delete
  10. নিম-খাজনা কি?

    ReplyDelete
  11. অর্থনীতির অদৃশ্য হাত কি?

    ReplyDelete
  12. দাম ও ভোগ রেখা কি?
    MRTS এর পূর্ণরূপ কি?

    ReplyDelete
  13. 2. আধুনিক অর্থনীতির জনক কে ?→পল স্যামুয়েলসন

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete