Pages

Tuesday, February 23, 2016

স্বাধীন বাংলাদেশের অভুদয়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর

.ইতিহাস শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তরঃ গ্রিক শব্দ
.আইন--আকবরি গ্রন্থের লেখক কে?
উত্তরঃ আবুল ফজল ইবন মুবারক
. বাংলাদেশের নদ- নদীর সংখ্যা কত?
উঃ ২৩০ টি (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো"
বাংলাদেশের নদীগুলোকে সংখ্যাবদ্ধ করেছে এবং
প্রতিটি নদীর একটি পরিচিতি নম্বর দিয়েছে এর
ফলে তাদের হিসাব অনুযায়ি বাংলাদেশে নদীর
সংখ্যা এখন ৪০৫টি) আবার কোথাও কোথাও ৭০০ টি বলা হয়েছে
.দ্বীজাতি তত্বের প্রদতা কে?
উত্তরঃ কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর
. লাহর প্রস্তাব কত সালে উত্থাপিত হয কত সালে?
উত্তরঃ ১৯৪০ সালের ২৩ মার্চ
. ভারতের স্বাধীনতা আইন কত সালে পাশ হয়?
উত্তরঃ ১৯৪৭ সালে
. আওমী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তরঃ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
. যুক্ত ফন্ডের দফা ছিল কয়টি?
 উত্তরঃ ২১ দফা
. কে কত সালে দফা প্রদান করেছিলেন?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে
১০. আসাদ গেটের পূর্রের নাম কি?
উত্তরঃ আইয়ুব গেট
১১. কত সালে কে শেখ মুজিবকেবঙ্গবন্ধুউপাধি দেন?
উত্তরঃ- তোফায়েল আহমেদ শেখ মুজিবকেবঙ্গবন্ধুউপাধি দেয়া হয়- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
১২. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?
উত্তরঃ ১১ টি
১৩. কত সালে কোন পত্রিকায় শেখ মুজিবুর রহমানকে "poet of politics" বলে উপাধি দেয়?
 উত্তরঃ এপ্রিল ১৯৭২ সালে মার্কিন সাময়িকী 'নিউজ উইক' ম্যাগাজিনে
১৪. পাকিস্তানে সর্বপ্রথম সাময়িক আইন জারি করেন কে?
উত্তরঃ ইস্কান্দার মির্জা
১৫. ১৯৭০ সালের নির্বাচনে  আওমেলীগ জাতীয় পরিষদে কত আসনে জয় লাভ করেন?
উত্তরঃ ১৬৯ টি আসনের মধ্যে ১৬৭ টি আসনে জয় লাভ
১৬. আখন্ড স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রয়াস কত সালে গ্রহণ করা হয়?
উত্তরঃ ১৯৪৭ সালে

7 comments: