Pages

Showing posts with label Computer Information Technology. Show all posts
Showing posts with label Computer Information Technology. Show all posts

Friday, March 25, 2016

ইনকোর্স পরীক্ষা কমপিউটার

    বিভাগ ক 

১.কমপিউটার কি?
উ: কমপিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা ইনপুট ডিভাইসের মাধ্যমে ডেটাকে গ্রহণ করে ও একটি পরিকল্পনার মাধ্যমে প্রসেস করে ডেটাকে তথ্যে রূপান্তরিত করে।

২.কমপিউটার প্রজন্ম কাকে বলে?
উ: কমপিউটারের বিবর্তেনের ইতিহাসকে কয়েকটি ধাপে ভাগ করা যায়। এক একটি ধাপকে কমপিউটারের জেনারেশন বা প্রজন্ম বলে।


৩. অ্যানালগ কমপিউটার কি?
উ: যে কমপিউটার কোন ক্রমাগত পরিবরর্তনশীল রাশির উপর ভিত্তি কাজ করে তাকে অ্যনালগ কমপিউটার বলা হয়। যেমন: মোটর গড়ির পরিমাপক যন্ত্র একটি অ্যনালগ কমপিউটার।

৪. ডিজিটাল কমপিউটার কি?
উ: যে কমপিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাং ০ এবং ১ এর উপস্থিতির উপর নির্ভর করে প্রক্রিয়াকরণের কাজ করে তাকে ডিজিটাল কমপিউটার বলে।

৫. গঠন অনুসারে কমপিউটারের ভাগ গুলো কী কী?
উ: গঠন অনুসারে কমপিউটারকে তিনটি ভাগে ভাগ করা হয়। ১. এনালগ কমপিউটার ২. ডিজিটাল কমপিউটার ৩.হাউব্রিড কমপিউটার।

৬. মাইক্রো কমপিউটার কী?
উ:মাইক্রোপ্রেসেসর দিয়ে তৈরি যে কমপিউটার তাকে মাইক্রো কমপিউটার বলে। মাইক্রো কমপিউটারের অনেক রকম আছে যেমন: ল্যাপটপ পামটপ ইত্যাদি।

৭. ল্যপটপ কমপউটার কি?
উ: ল্যাপ বা কোলের উপর স্থাপন করে ব্যবহার এমন ছোট আকারের কমপিউটরকে ল্যাপটপ বলা হয়।

৮. ABC কমপিউটার কাকে বলে ?
 উ: ১৯৩৯ সালে যুক্ত রাষ্টের আইওয়া স্টেট কলেজের অধ্যাপক জন এটানসফ ও তার ছাত্র ক্লিক বেরি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে বােইনরি গণিতভিত্তিক একটি ইলেকট্রনিক ডিজিটাল কমপিউটার তৈরি করেন। তাদের নাম অনুসারে এই কমপিউটারকে  ABC ( Atanasoff - Berry computer) বলা হয়।

৯. কাকে আধুনিক কমপিউটারের জনক বলা হয় ?
উ: জন ভন নিউম্যানকে আধুনিক কমপিউটারের জনক বলা হয়।

১০. প্রথম্ ইলেকট্রনিক কমপিউটারের নাম কী? কে কোথায় এবং কত সালে্ এ কমপিউটার তৈরি করেন?
উ: ইউনিভ্যাক হলো বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত প্রথম ইলেক্ট্রনিক কমপিউটার।১৯৫১ সালে Remington Rand নামে একটি কোম্পানি কর্তৃক আমেরিকায় এ কমপিউটার তৈরি করে।

১১. কাকে মাইক্রো কমপিউটারের জনক বলা হয় ?
উ: হেনরি এডওয়ার্ড  রবার্টস কে মাইক্রো কমপিউটারের জনক বলা হয়।

Sunday, March 6, 2016

কম্পিউটার কাকে বলে এবং এর বৈশিষ্ট

কমপিউটারের সংঙ্গা 

কমপিউটার একটি অত্যাধুনিক ইলেক্ট্রনিক যন্ত্র, যা নিজস্ব স্মৃতিভান্ডোরে সুর্নিষ্ট এক বা একাধিক কাজের নির্দেশাবলি সংরক্ষন করে রাখে।ব্যাবহার কারী ডেটা বা ইপাত্ত সরবরাহ করলে স্বয়ংক্রিয়ভারে কমপিউটার প্রক্রিয়াকরণ (প্রসেসিং) করে কাজের ফলাফল প্রদান করে।

কমপিউটারের কাজ

কমপিউটারের চারটি গুরুত্বপূর্ণ কাজ নিচে উল্লেখ করা হলোঃ

১.সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহারকারী কর্তৃক তৈরি প্রোগ্রাম কমপিউটার গৃহণ করে মেমোরিতে সংরক্ষণ করে এবং ব্যবহারকারীকে নির্দেশে কমপিউটার প্যোগ্রাম নির্বাহ করে।
২.কী-বোর্ড, মাউস, জয়স্টিক, ডিস্ক ইত্যাদিৃর মাধ্যমে কমপিউটার ডেটা গ্রহণ করে।
৩. ওডটা প্রক্রিয়ারকরণ করে।
৪. মনিটর, প্রিন্টার, প্লটার ইত্যাদির মাধ্যমে কমপিউটার ফলাফল প্রকাশ করে।

কমপিউটারের বৈশিষ্ট্য 
 ১.দ্রুতগতি 
২.নিভুলতা 
৩.সূক্ষ্মতা 
৪.বিশ্বসযোগ্যতা
 ৫.ক্লান্তিহীনতা 
৬. স্মৃতিশক্তি 
৭. স্বয়ংক্রিয়তা
 ৮. যুক্তিসংগত সিদ্ধান্ত
৯. বহুমুখিতা 
১০. অসীম জীবনীশক্তি