কমপিউটারের সংঙ্গা
কমপিউটার একটি অত্যাধুনিক ইলেক্ট্রনিক যন্ত্র,
যা নিজস্ব স্মৃতিভান্ডোরে সুর্নিষ্ট এক বা একাধিক কাজের নির্দেশাবলি সংরক্ষন করে রাখে।ব্যাবহার
কারী ডেটা বা ইপাত্ত সরবরাহ করলে স্বয়ংক্রিয়ভারে কমপিউটার প্রক্রিয়াকরণ (প্রসেসিং)
করে কাজের ফলাফল প্রদান করে।
কমপিউটারের কাজ
কমপিউটারের চারটি গুরুত্বপূর্ণ কাজ নিচে উল্লেখ করা হলোঃ
১.সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহারকারী কর্তৃক তৈরি প্রোগ্রাম
কমপিউটার গৃহণ করে মেমোরিতে সংরক্ষণ করে এবং ব্যবহারকারীকে নির্দেশে কমপিউটার প্যোগ্রাম
নির্বাহ করে।
২.কী-বোর্ড, মাউস, জয়স্টিক, ডিস্ক ইত্যাদিৃর মাধ্যমে কমপিউটার
ডেটা গ্রহণ করে।
৩. ওডটা প্রক্রিয়ারকরণ করে।
৪. মনিটর, প্রিন্টার, প্লটার ইত্যাদির মাধ্যমে কমপিউটার ফলাফল
প্রকাশ করে।
কমপিউটারের বৈশিষ্ট্য
১.দ্রুতগতি
২.নিভুলতা
৩.সূক্ষ্মতা
৪.বিশ্বসযোগ্যতা
৫.ক্লান্তিহীনতা
৬. স্মৃতিশক্তি
৭. স্বয়ংক্রিয়তা
৮. যুক্তিসংগত সিদ্ধান্ত
৯. বহুমুখিতা
১০. অসীম জীবনীশক্তি
No comments:
Post a Comment