Pages

Thursday, February 25, 2016

ব্যবস্থাপনা নীতিমালার কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর।

১.আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তরঃ হেরনি ফেয়ল।
২.বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তরঃ এফ. ডব্লিউ টেইলর।
৩.ব্যবস্থাপনা সর্বজনীন উক্তিটি কে দিয়েছে?
উত্তরঃ গ্রিক দার্শনিক সক্রেটিস।
৪.  কর্মী ব্যবস্থাপনার জনক কে?
উত্তরঃ রর্বাট ওয়েন।
৫. শুষ্ক পদন্নোতি কাকে বলে?
উত্তরঃ উচ্চতর পারিশ্রমিক ব্যতিরেকে পদোন্নতি দেয়া হলে তাকে শুস্ক পদন্নোতি বলে। সহজ ভাষায় বেতন না বৃদ্ধি পেয়ে যে পদন্নোতি হয় তাকে শুস্ক পদন্নোতি বলে।
৬. মেট্রিক্স সংগঠন কাকে বলে?
উত্তরঃ মেট্রিক্স সংগঠন হলো এমন একটি কাঠামো যেখানে কার্যভিত্তিক বিভাগীয়করন বা অঞ্চলভিত্তিক বিভাগীয়করণের মাধ্যমে সংগঠন তৈরি করা হয়।
৭. T.O.W.S কী?
উত্তরঃ Threats, Opportunities, Weaknesses, Strengths.
৮. পদন্নোতির ভিত্তি কী?
উত্তরঃ পদন্নোতির ভিত্তি হলো - ১.জ্যেষ্ঠতাভিত্তিক পদন্নোতি ২.যোগ্যতাভিত্তিক পদন্নোতি
৯. বরখাস্ত বা পদচ্যুতি কাকে বলে?
উত্তরঃ প্রতিষ্ঠানের কোন পদে কর্মরক কর্মীকে কোন গুরুত্বপূর্ণ অপরাধের জন্য প্রতিষ্ঠানের কাজ হতে বহিস্কার করা হলে তাকে বরখাস্ত বা পদচ্যুতি বলে।
১০. প্রেষনার দ্বি-উপাদান তত্ব কে দিয়েছেন?
উত্তরঃ হর্জ বার্র
১১. স্থায়ী পরিকল্পনা কাকে বলে?
উত্তরঃ সাধারণত দীর্ঘমেয়াদি উদ্দেশ্য অর্জনের জন্য এবং বার বার ব্যবহারের নিমিত্তে যে পরিকল্পনা প্রণযন করা হয় তাকে  স্থায়ী পরিকল্পনা বলে।
১২. অলমনিয় বাজেট কাকে বলে?
উত্তরঃ যে বাজেট পরিবর্তন করা হয় না তাকে অলমনিয় বাজেট বলে।
১৩. মনোস্তান্তিক অভিক্ষা কী?
উত্তরঃ মনোস্তান্তিক অভিক্ষার মাধ্যমে মানুষের গুণাগুনের হিসাব করা হয়।
১৪. ই-কমার্স কী?
উত্তরঃঘরে বসে অনলাইনের বা ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িক ক্রয় বিক্রয়, লেনদেন, মুল্য গ্রহণ বা পরিশোধ ইত্যাদি কার্য সম্পাদন করা হলে তাকে ই-কমার্স বলে।
১৫. পদ্মা সেতু তৈরিতে কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হযেছে?
উত্তরঃ একাথর্ক।
১৬. অনার্থিক প্রষণা কাকে বলে?
উত্তরঃ অনার্থিক সুবিধা প্রদানের মাধ্যমে যে প্রেরষণাদান করা হয় তাকে অনার্থিক প্রষণা বলে।
১৭. লগামহীন নেতৃত্ব কী?
উত্তরঃ যে নেতৃত্বে কর্মীরা পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং নিজের মত কাজ করে, নেতা এতে কোন হস্তক্ষেপ করে না তাকে লগামহীন নেতৃত্ব বলে।
১৮.নিয়ন্ত্রনের ভিত্তি কী?
উত্তরঃ পরিকল্পনাকে নিয়ন্ত্রণের ভিত্তি বলা হয়।
১৯.সরলরৈখিক সংগঠন কী?
উত্তরঃ যে সংগঠনে দায়িত্ব ও ক্ষমতা উধ্বতন থেকে অধন্তন পর্যন্ত অর্থৎ উপর থেকে নিচ পর্যন্ত সরলরেখার মত নিমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে।
২০. F.W. Taylor এর বিখ্যাত বইটির নাম কী?
উত্তরঃ Scientific Management.

12 comments: